Monday, January 14, 2019

শিক্ষণীয় ব্যবসা

       
 
                            




            গার্মেন্টস ব্যবসা পার্ব-৫

আলোচনার বিষয় কোন কাপড় কত জি এস এম এ বানাতে কত কাউন্ট সুতা নেবো।
অনেক গার্মেন্টসে দেখা যায় জিএসএম এর সাথে সুতার মিল না থাকায় কাপড়ের কোয়ালিটি ভালো হয়না এবং সিনকেস কন্ট্রলে থাকেনা।অবশ্য কিছু কিছু ক্ষেত্রে গার্মেন্টস মালিক কিছুটা কম দামের আশায় একটু মোটা সুতা নেয়।আজকে আমি কিছু কাপড়ের সুতার ব্যাপারে আলাপ করবো।
১/) ১৮০ -৯০ জিএসএম সিঙ্গেল জার্সি কাপড়ে ২৪ কাউন্ট,
২) ১৭০জিএসএম এ ২৬ কাউন্ট,১৬০ জিএসএম এ ২৮ কাউন্ট,
৩) ১৪০-৫০ জিএসএম এ ৩০ কাউন্ট,
৪) ১২৫-৩০ জিএসএম এ ৩২ কাউন্ট ।
জি এসে এমন অনূযায়ি সুতা নিলে কাপড়ের কোয়ালিটি এবং সিনকেস একুরেট হবে।
১/১ কটন রিব- ২০০ জিএসএম ২৮ কাউন্ট,২২০-৩০ জিএসএম এ ২৬ কাউন্ট ২৪০ জিএসএম এ ২৪ কাউন্ট সুতা ব্যবহার করলে একুরেট হবে।
এবার আসি প্লেন ইন্টারলক- ২০০ জিএসএম ৪০ কাউন্ট ২২০-৩০ জিএসএম এ ৩৪ কাউন্ট সুতা ব্যবহার করলে সবই ঠিক থাকবে।আবার ২২০-২৪০ জিএসএম ব্রাসেস ফ্লিজ কাপড়ে ফ্রনপাটে ২৮ কাউন্ট ও বেকপার্ট বা ফুলে ২২ কাউন্ট সুতা ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।পর্যায়ক্রমে সব কাপড়ের জিএসএম অনুযায়ি সুতার ব্যাপারে আলোচনা করবো।কোন নিদিষ্ট কাপড়ের ব্যপারে প্রশ্ন থাকলে করতে পারেন,আমি জবাব দেয়ার চেষ্টা করব।
                       চলমান পর্ব-৫

No comments:

Post a Comment

Theme images by Jason Morrow. Powered by Blogger.
https://mafuz-mmonlinestore.blogspot.com/sitemap.xml