আজকের আলোচনার বিষয় নীট গার্মেন্টসে নীট কাপড়ে কি সুতা ব্যাবহৃত হয়।নীট গারমেন্টস এ মূলত
২০ ২২ ২৪ ২৬ ২৮ ৩০ ৩২ ৩৪ ৩৬ ও ৪০ কাউন্টের সুতা ব্যবহৃত হয়।
এর মধ্যে ও আবার চারটা ভাগে ভাগ আছে যেমন-১) ১০০% ২) মিলাঞ্জ,৩) পিসি ,৪) সিভিসি,।
আর কিছু সুতা লাগে সেটা হলো স্পেনডেক্স বা ল্যাকড়া ও রোডর ইয়ার্ন।রোডর ইয়ার্ন সুতা আমাদের দেশি।
তবুও আমেরিকান কিছু কমদামি টিশার্ট এই সুতায় তৈরী হয়। এই সুতাও দুইভাগে উৎপাদিত হয় যেমন অর্গানিক, এবং রাসায়নিক।
এগুলো আবার ২ ভাগে ভাগ করা হয় হয়।
একটা হল কমব্যান্ড সুতা যার মান ভালো ,আরেকটা হলো কারডেড ইয়ার্ন যার মান কমব্যান্ড থেকে একটু খারাপ, সাধারনত দামি পণ্যর অর্ডান্য কমব্যান্ড সুতা ব্যাবহার করা হয়। আর সচরাচর কার্ডেড সুতাই ব্যবহার করা হয়।এখন আসি অর্গানিক সুতা কি?- যেসব তুলা বাগানে কোন রাসায়নিক সার ব্যাবহার না করে তুলা উৎপাদন করাহয় সেই তুলা থেকে উৎপাদিত সুতাই অর্গানিক সুতা। এই তুলা উৎপাদন কম হয় এবং এর দামও বেশি, এই অর্গানিক সুতা থেকে তৈরীকৃত কাপড় মানব দেহের জন্য ক্ষতিকর নয়।অন্যদিকে রাসায়নিক সার ও দ্রব্য ব্যবহার করে যেসব তুলা উৎপাদন করা হয় সেই তুলা থেকে উৎপাদিত সুতাই হলো রাসায়নিক সুতা।এই সুতাই মার্কেটে সবচেয়ে বেশি চলে, তার কারন এই সুতা দামে ও একটু সস্তা। ৬০% ও ৪০% বিসকস হলো CVC ,
65% কটন ও ৩৫% পিসি হলো PC,
80%-85%-90% কটন,
২০%-১৫%-১০% বিসকস হলো গ্রে মিলাঞ্জ।
৯২%-৯৫-৯৮%-৯৯% কটন,
৮%-৫%-২%-১% বিসকল হলো ইকরো মিলাঞ্জ।
তবে বায়ের সেট বা পেন্টন অনুযায়ি বিসকসের পরিমান কমবেশি হতে পারে।
এই পর্বে তুলা ও সুতা নিয়েই আলোচনা করলাম ।
ধন্যবাদ সবাইকে ।
চলমান পর্ব-৪
২০ ২২ ২৪ ২৬ ২৮ ৩০ ৩২ ৩৪ ৩৬ ও ৪০ কাউন্টের সুতা ব্যবহৃত হয়।
এর মধ্যে ও আবার চারটা ভাগে ভাগ আছে যেমন-১) ১০০% ২) মিলাঞ্জ,৩) পিসি ,৪) সিভিসি,।
আর কিছু সুতা লাগে সেটা হলো স্পেনডেক্স বা ল্যাকড়া ও রোডর ইয়ার্ন।রোডর ইয়ার্ন সুতা আমাদের দেশি।
তবুও আমেরিকান কিছু কমদামি টিশার্ট এই সুতায় তৈরী হয়। এই সুতাও দুইভাগে উৎপাদিত হয় যেমন অর্গানিক, এবং রাসায়নিক।
এগুলো আবার ২ ভাগে ভাগ করা হয় হয়।
একটা হল কমব্যান্ড সুতা যার মান ভালো ,আরেকটা হলো কারডেড ইয়ার্ন যার মান কমব্যান্ড থেকে একটু খারাপ, সাধারনত দামি পণ্যর অর্ডান্য কমব্যান্ড সুতা ব্যাবহার করা হয়। আর সচরাচর কার্ডেড সুতাই ব্যবহার করা হয়।এখন আসি অর্গানিক সুতা কি?- যেসব তুলা বাগানে কোন রাসায়নিক সার ব্যাবহার না করে তুলা উৎপাদন করাহয় সেই তুলা থেকে উৎপাদিত সুতাই অর্গানিক সুতা। এই তুলা উৎপাদন কম হয় এবং এর দামও বেশি, এই অর্গানিক সুতা থেকে তৈরীকৃত কাপড় মানব দেহের জন্য ক্ষতিকর নয়।অন্যদিকে রাসায়নিক সার ও দ্রব্য ব্যবহার করে যেসব তুলা উৎপাদন করা হয় সেই তুলা থেকে উৎপাদিত সুতাই হলো রাসায়নিক সুতা।এই সুতাই মার্কেটে সবচেয়ে বেশি চলে, তার কারন এই সুতা দামে ও একটু সস্তা। ৬০% ও ৪০% বিসকস হলো CVC ,
65% কটন ও ৩৫% পিসি হলো PC,
80%-85%-90% কটন,
২০%-১৫%-১০% বিসকস হলো গ্রে মিলাঞ্জ।
৯২%-৯৫-৯৮%-৯৯% কটন,
৮%-৫%-২%-১% বিসকল হলো ইকরো মিলাঞ্জ।
তবে বায়ের সেট বা পেন্টন অনুযায়ি বিসকসের পরিমান কমবেশি হতে পারে।
এই পর্বে তুলা ও সুতা নিয়েই আলোচনা করলাম ।
ধন্যবাদ সবাইকে ।
চলমান পর্ব-৪


No comments:
Post a Comment