গার্মেন্টস ব্যবসা পর্ব-৬
আলোচনার বিষয় সিঙ্গেল জার্সি কাপড়ে কত জিএসএম কাপড় এ কত কাউন্ট সুতায় ফিনিশ জিএসএম ঠীক রাখার জন্য গ্রে জিএসএম বা ইষ্টিজ লেন্থ কত রাখবেন।২০০৩ সাল বা তার আগে নিটিং করানোর সময় ফিনিস জিএসএম নির্নয়নের জন্য আমরা গ্রে জিএসএম নির্নয় করে নিটিং করতাম ।তাতে আমরা ঠিকমত ফিনিস জিএসএম পেতাম না। তার কারন গ্রে জিএসএম মেশিনের কাপড় টাইট ও লুস রাখার উপর কম বেশি হয় ফলে ফিনিস জিএসএম ঠীক হতো না। তাই ২০০৩ সালের দিকে আমরা যারা আছি তারা বহু চেষ্টার পর একটা পদ্ধতি অবলম্বন করলাম সেটা হলো ষ্টিজলেন্ত এই পদ্ধতি ব্যবহারে ফিনিস জিএসএম অনেকটা কন্টোলে চলে আসে- যেমন ১৮০ জিএসএম কাপড় তৈরীতে ২৪ কাউন্ট সুতায় স্টিজলেন্ত ২.৮৪ রাখলে এনজাইম কম্পেট করলে সঠিক ফিনিস জিএসএম পাওয়া যায় । তেমনি ১৬০ এর জন্য ২৮ কাউন্টে ২.৮০ রাখতে হয় ১৫০ এর জন্য ৩০ কাউন্ট সুতায় ২.৬০ রাখতে হয়। ইষ্টিজলেন্ত নির্নয়ের নিয়ম হলো একটু কাপড় কেটে ৫০ টি নিডেল এর সুতা গুনে দাগ দিলে ঐ দাগের মধ্যে যত সিএম হবে সেটাকে ৫০ দিয়ে ভাগ করলে ষ্টিতলেন্ত বের হয়ে যাবে।চলমান পর্ব-৬। গার্মেন্টস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাকে নক করতে পারেন আমি জবাব দেবো।
চলমান পর্ব-৭


No comments:
Post a Comment