আজকাল বহু নতুন ভাই/বোনদের দেখছি গারমেন্টস ব্যবসায় আগ্রহী হয়ে কিছু সুইং মেশিন, কাটিংমেশিন, ফিনিশিং যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি ক্রয়করে ব্যবসা শুরু করে দেয়।
কিছুদিন গেলেই দেখা যায় প্রায় ৯৫% লস খেয়ে ব্যবসা গুটিয়ে নেয়। তার মূল কারন হলো তারা না বোঝেই গারমেন্টস ব্যাবসা শুরু করে, তারা জানেনা কাপড় কোথায় পাবে,দক্ষ শ্রমিক কোথায় পাবে,উৎপাদিত পন্য কোথায় বিক্রি করবে।আজকে আলোচনা করবো নীট হোষিয়ারি নিয়ে ।
নিট হোষিয়ারির জন্য প্রয়োজন -
১/প্লেন মেশিন,
২/লক মেশিন,
৩/অভারলক মেশিন,
৪/ফ্লাডলক মেশিন,
৫/কাটিং মেশিন,
৬/কয়েকটা সিজার,একটা সেপকাটার,
৭/২-৩ টা আয়রন ও টেবিল (ভ্যাকুয়াম/লোকাল।
হোষিয়ারি ব্যবসায় টিকে থাকা নির্ভর করে আপনি কতটা সহজে কাপড়,কাটপিছ,মাথা কাটা কাপড় কিনে কম ওয়েষ্টজ করে সবকিছু ডিজাইন ও কাটিং করে কাজে লাগাতে পারবেন তার উপর।আরও একটা বড় সমস্যা হচ্ছে উৎপাদিত পন্যের বাজার ব্যবস্থা।হোষিয়ারির প্রধান কাচামাল কাপড়,কাটপিস কাপড়,মাথা কাটা কাপড় এগুলো পাবেন কোন এক্সপোট গারমেন্টস এর অতিরিক্ত অপসন থেকে। তবে আপনি সরাসরি গারমেন্টস থেকে ওগুলে আনতে পারবেন না ওগুলো এলাকার ক্যাডার বাহিনী গারমেন্টস থেকে নাম মাত্র দামে কিনে এনে সেকেন্ড পার্টির নিকট বিক্রি করে। আপনার সাথে সেকেন্ড পার্টির পরিচয় থাকলে তাদের থেকে একটু কমদামে কিনতে পারবেন।আর সেটাও যদি না থাকে তবে আপনাকে নারায়নগঞ্জের রেলওয়ে মার্কেট অথবা গাজীপুর চৌরাস্তা থেকে কিনে আনতে হবে।তারপর আপনাকে কাটিং,সুইং,ফিনিশিং ও প্যাকিং করে বাজারজাত করতে হবে।আপনার যদি সরাসরি গ্রামের বাজার বা বিদেশের কোন ক্রেতার সাথে পরিচয় থাকে তবে দামটা একটু বেশি পাবেন। তা নাহলে আপনার ভরসা নারায়নগঞ্জের নয়ামাটি হোসিয়ারি মার্কেট,গুলিস্তান ফুলবাড়িয়া হোসিয়ারি মার্কেট অথবা গাজীপুরের চৌরাস্তা হোসিয়ারি পাইকারি মার্কেট এসব মার্কেটে যতখুশি বিক্রি করতে পারবেন।তাছাড়া বাংলাদেশের আনাচে কানাচে বহু হোসিয়ারি পাইকারি মার্কেট আছে সেখানেও বিক্রি করতে পারবেন।একটা ব্যপার খেয়াল রাখতে হবে হোসিয়ারির কাটিং এ সব কাপড় কাজে লাগাতে হবে আর যত সম্বভ কম বেতনে শ্রমিক নিতে হবে।
কিছুদিন গেলেই দেখা যায় প্রায় ৯৫% লস খেয়ে ব্যবসা গুটিয়ে নেয়। তার মূল কারন হলো তারা না বোঝেই গারমেন্টস ব্যাবসা শুরু করে, তারা জানেনা কাপড় কোথায় পাবে,দক্ষ শ্রমিক কোথায় পাবে,উৎপাদিত পন্য কোথায় বিক্রি করবে।আজকে আলোচনা করবো নীট হোষিয়ারি নিয়ে ।
নিট হোষিয়ারির জন্য প্রয়োজন -
১/প্লেন মেশিন,
২/লক মেশিন,
৩/অভারলক মেশিন,
৪/ফ্লাডলক মেশিন,
৫/কাটিং মেশিন,
৬/কয়েকটা সিজার,একটা সেপকাটার,
৭/২-৩ টা আয়রন ও টেবিল (ভ্যাকুয়াম/লোকাল।
হোষিয়ারি ব্যবসায় টিকে থাকা নির্ভর করে আপনি কতটা সহজে কাপড়,কাটপিছ,মাথা কাটা কাপড় কিনে কম ওয়েষ্টজ করে সবকিছু ডিজাইন ও কাটিং করে কাজে লাগাতে পারবেন তার উপর।আরও একটা বড় সমস্যা হচ্ছে উৎপাদিত পন্যের বাজার ব্যবস্থা।হোষিয়ারির প্রধান কাচামাল কাপড়,কাটপিস কাপড়,মাথা কাটা কাপড় এগুলো পাবেন কোন এক্সপোট গারমেন্টস এর অতিরিক্ত অপসন থেকে। তবে আপনি সরাসরি গারমেন্টস থেকে ওগুলে আনতে পারবেন না ওগুলো এলাকার ক্যাডার বাহিনী গারমেন্টস থেকে নাম মাত্র দামে কিনে এনে সেকেন্ড পার্টির নিকট বিক্রি করে। আপনার সাথে সেকেন্ড পার্টির পরিচয় থাকলে তাদের থেকে একটু কমদামে কিনতে পারবেন।আর সেটাও যদি না থাকে তবে আপনাকে নারায়নগঞ্জের রেলওয়ে মার্কেট অথবা গাজীপুর চৌরাস্তা থেকে কিনে আনতে হবে।তারপর আপনাকে কাটিং,সুইং,ফিনিশিং ও প্যাকিং করে বাজারজাত করতে হবে।আপনার যদি সরাসরি গ্রামের বাজার বা বিদেশের কোন ক্রেতার সাথে পরিচয় থাকে তবে দামটা একটু বেশি পাবেন। তা নাহলে আপনার ভরসা নারায়নগঞ্জের নয়ামাটি হোসিয়ারি মার্কেট,গুলিস্তান ফুলবাড়িয়া হোসিয়ারি মার্কেট অথবা গাজীপুরের চৌরাস্তা হোসিয়ারি পাইকারি মার্কেট এসব মার্কেটে যতখুশি বিক্রি করতে পারবেন।তাছাড়া বাংলাদেশের আনাচে কানাচে বহু হোসিয়ারি পাইকারি মার্কেট আছে সেখানেও বিক্রি করতে পারবেন।একটা ব্যপার খেয়াল রাখতে হবে হোসিয়ারির কাটিং এ সব কাপড় কাজে লাগাতে হবে আর যত সম্বভ কম বেতনে শ্রমিক নিতে হবে।
চলমান পর্ব-৩


No comments:
Post a Comment