Wednesday, January 9, 2019

শিক্ষণীয় ব্যাবসা

             

                 গারমেন্টস ব্যবসা পর্ব-১

এই ব্যবসা প্রধানত ২ প্রকার।
১- এক্সপোট বা রপ্তানি।
২- লোকাল বা হোসিয়ারি।
এক্সপোট বা রপ্তানি আবার ৩ প্রকার  ।
১-নীট--২ ওভেন/ডেনিম--৩ সুয়েটার বা উল নীট।
আর হোসিয়ারি বা লোকাল গারমেন্টস হলো এক্সপোট গারমেন্টস এর অতিরিক্ত কাপড়,কাপরের কাটপিছ,কাপরের মাথা কাটা, লোকাল কমদামি সুতাদিয়ে কাপড় বানিয়ে বা নিটিং,ডাইং,টেক্সটাইলের অতিরিক্ত কাপড় দিয়ে অল্প মেশিন দিয়ে টিশার্ট,পেন্ট,শার্ট ইত্যাদি বানিয়ে লোকাল বাজারে কিংবা অনুন্যত রাষ্টে বিক্রি করাই হোষিয়ারি বা লোকাল গারমেন্টের কাজ।আর এলসি নিয়ে বেক টু বেগ এলসি দিয়ে সুতা কিনে নিটিং, ডাইং, পিন্ট,কাটিং,সুইং,ফিনিসিং করে বিদেশে রপ্তানি করার নামই এক্সপোর্ট গারমেন্টস।আর এই গারমেন্টস এর জুটকে কয়েকবার বাচাইকরে ভালোগুলো নানান প্রসেসকরে নেকরা হিসেবে বিদেশে রপ্তানি করাও এক্সপোর্ট গারমেন্টস এর আরেকটা পার্ট।তুলনা মূলক নরমাল জুটগুলো যেমন ব্লাক,নেভী,রেডসহ ডিপ কালারগুলোকে মেশিনের মাধ্যমে তুলা তৈরীকরে লোকাল বাজারে বিক্রিকরাও একটা শিল্প যা থেকে আমাদের বালিশ,লেপ,তোশক ও নানা রকম সোফা ও মেটরেক্স এ ব্যবহার করে।গারমেন্টস ব্যবসা নিয়ে আলোচনায় ২০টি পর্ব সাজিয়েছি আজ সংক্ষিপ্ত আকারে সারাংশটুকু আলোচনা করলাম।
                      চলমান পর্ব-০২

No comments:

Post a Comment

Theme images by Jason Morrow. Powered by Blogger.
https://mafuz-mmonlinestore.blogspot.com/sitemap.xml