Wednesday, January 9, 2019

শিক্ষণীয় ব্যবসা

             


                      গার্মেন্টস ব্যবসা পর্ব-৭

আলোচনার বিষয় নিটিং সমস্যা।নিটিং করাতে গেলে নানান সমস্যা দেখাদিতে পারে। যেমন- মেশিন চলাকালিক সময় একটা নিডেল ভেঙ্গে গেলে সেই নিডেল ভাঙ্গা কাপড় একমিটার না হওয়া পযর্ন্ত দেখা যাবে না। আর যদি অপারেটর অন্য মনস্ক বা ঘুমিয়ে পরে তবে রুক কে রুল সেই নিডেল ভাঙ্গা থাকতে পারে।আবার মেশিনের নিডেল পুরাতন বা নিডেলের মাথায় ডাষ্ট থাকলে কাপড়ে দাগ পড়তে পারে। মেশিন দিয়ে নিটিং অয়েল কাপড়ে পড়লে অয়েল এর দাগ কাপড়ে লাগতে পারে সেই দাগ ডাইং বা ওয়াস করলেও যাওয়া কষ্ট। নিটিং এ সবচেয়ে বড় সময় হলো সিনকার পুরাতন থাকলে সেই সিনকারের মার্ক কাপড়ে থাকলে সব কাপড়ই বাতিল হতে পারে। নিটিং এর মাষ্টারের অবহেলার কারনে ষ্টিজলেন্ত কমবেশি হতে পারে তাই কোন নিটিং কোম্পানিতে নিটিং কোম্পানির লোকের উপর শুধু নির্ভরশী না হয়ে গারমেন্টস হতে নিটিং এক্সপার্ট কিউসি পাঠিয়ে কাপড় চেক করে মেশিন চালাতে দেওয়া উচিৎ। মনে রাখবেন নিটিং কাপড়ে সমস্যা হলে গারমেন্টস পথে বসার সম্ভাবনা থাকে।আমি এইচ এম রহিম আছি আপনাদের সাথে যেকোন সমস্যায় কল করতে পারেন।
                      চলমান পর্ব-৮

No comments:

Post a Comment

Theme images by Jason Morrow. Powered by Blogger.
https://mafuz-mmonlinestore.blogspot.com/sitemap.xml